রাজমুল হুদা রাজ, ঢাকাঃ বাংলাদেশ একট গনতান্ত্রিক দেশ মুক্ত চিন্তায় যে কেউই তার নিজ অভিমত ব্যাক্ত করতে পারে তেমনি পারে ব্যাক্তির নিজ চিন্তা ভাবনাকে কেন্দ্র ভূত করতে
তেমনি একজন ব্যাক্তি জুলহাস সুজন বাংলাদেশ আওয়ামী লীগের শিমুলিয়া ইউনিয়নের নতুন ব্যাক্তিত্ব।
সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যাক্তিত্ব জনাব, মোঃ আব্দুর রহমানের সুযোগ্য পুএ জনাব মোঃ জুলহাস সুজন বাংলাদেশ আওয়ামী লীগের সংবিধান ও নীতিমালার আদর্শিক দিক ও বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষে বৃহস্পতিবার, ১৭.০২.২০২২ বাংলাদেশ আওয়ামী লীগের এি-বার্ষিক সন্মেলন সফল হবার লক্ষে ব্যাপক আয়োজনের মাধ্যমে, হাজার হাজার লোক বহর নিয়ে সন্মেলন স্হলে ঊপস্হিত হন।
উক্ত যোগদান সো-ডাউনে অগনিত সমর্থনেন আগমন ঘটে। সাংবাদিকদের এক স্বাক্ষাতকারে জুলহাস সুজন বলেনঃ তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জননেতা জনাব শেখ মুজিবুর রহমানের আদর্শকে শ্রদ্ধা করেন। বাংলাদেশে তথা বাঙ্গালী জাতীকে উজ্জীবিত করতে এই মহান নেতা যা ও তার কন্যা দেশ নেএী মানবতার মা প্রধান মন্ত্রী শেখ হাসিনা যা করেছেন তা ইতিহাসে চির স্বরণীয়।
আর এই সুদিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে তিনি বদ্ধ পরিকর।
জুলহাজ সুজন আরো বলেনঃ তার একমাএ প্রিয় ব্যাক্তি শ্রদ্ধা ভাজন বাংলাদেশ আওয়ামী লীগের সাভার উপজেলা সভাপতি সাভার উপজেলার অহংকার মিসেস হাসিনা দৌলা র বিশেষ স্নেহভাজন তিনি। এক যোগে সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের উন্নয়ন কল্পে তিনি জন মানুষের পাশে থাকতে চান। জুলহাস সুজনের এই নতুন সম্ভাবনাময় তারুন্যে তাই হাজার লোকের সমাগম। তিনি বলেনঃ সাধারন মানুষ তাকে ভালোবাসে তাই পাশে এসে দাড়িয়েছে।
জুলহাস সুজনের এই সম্ভাবনা ময় যোগদানে শিমুলিয়া ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের এি-বার্ষিক সন্মেলন আরো যাক জমক হয়ে উঠে। মাননীয় প্রতিমন্ত্রী ঢাকা-১৯ জনাব ডাঃ মোঃ এনামুর রহমান, ( এান ও দূর্যোগ ব্যাবস্হাপনা মন্ত্রনালয়) সুজনকে সাদরে গ্রহন করেন। প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন শেখ মুজিবুর রহমানের আদর্শ বাংলাদেশ আওয়ামী লীগ কে তৃনমুল পর্যায় শক্তিশালী করতে নতুন শক্তিশালী নেতৃত্বের, নতৃন তরুনদের এগিয়ে আসতে হবে।
এ সময় জুলহাস সুজনকে সহযোগিতা করেন তার প্রিয় মামা জনাব মোঃ নজরুল ইসলাম,জনাব মোঃ মাসুদ রানা, প্রিয় চাচাতো ভাই জনাব মোঃ সেলিম সহ শিমুলিয়া ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা ও কর্মীবৃন্ধ। সকলেই এক যোগে এি-বার্ষিক সন্মেলন কে সাফল্য মন্ডিত করার লক্ষে জুলহাস সুজনের পাশে দাড়ান।
Leave a Reply