সাংবাদিক রাজমুল হুদা রাজ ঢাকাঃ আজ অনুষ্ঠিত ১ নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে,শিমুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেহনতি মানুষের কন্ঠস্বর, শিক্ষানুরাগী, সৎ,যোগ্য, নিঃস্বার্থ সমাজকর্মী, জনদরদী ও গরিবের বন্ধু ওয়ার্ডের কর্নধর হিসাবে নির্বাচিত হয়েছে।. ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১১৩০৬ এর মধ্যে মোট কাষ্ট হযেছে ৬৩৫৫ টি। তার ভেতর ১৮৪৫টি ভোট পেয়ে হেলাল উদ্দিন ওয়ার্ড কর্নধর হিসাবে নির্বাচিত হন।
বিজয়ের পর তিনি জন সম্মুখে আনন্দে কান্না কন্ঠে বলেন, এ বিজয় তার নয় শিমুলিয়া ইউনিয়নের ৯ নং সকল দুখি মেহনতি মানুষের তাই তিনি সব সময় সকলের পাশে থাকবেন বলে অঙ্গিকার বদ্ধ হন। নির্বাচনী ঘোষনার পর পরই সকল ওয়ার্ড বাসী আনন্দ রেলি করেন। আজ ৬ই জানুয়ারি বিকাল ৪ ঘটিকায় ৯ নং ওয়ার্ডের জন মানুষ মেম্বরকে ফুলের মালা গলায় দিয়ে বরন করে নেন।
তথ্য সুএে জানা গেছে মরন ব্যাধি কোরোনা কালিন সময়ে এই মহান ব্যাক্তি সাধারন মানুষের পাশে থেকে অনেক সেবা করেছেন। যারা দিন আনে দিন খায় গরীব সাধারন মানুষেরা যখন দুমুঠো ভাত জোগাতে পারছিলনা সেই মুহুর্তে তিনি এই অসহায় মানুষ গুলির পাশে দিড়িছেন। দারে দারে গিয়ে খুদার্থ মানুষেন অন্ন বস্ত্রের ব্যাবস্হা করেছেন। তারই সুফল আজ তিনি ৯ নং ওয়ার্ড বাসির কর্নধর।
২০২২ সাল ৯ নং ওয়ার্ড বাসীর জন্য নতুন সম্ভাবনা। তিনি নির্বাচিত হওয়ায় ৯ নং ওয়ার্ড আনন্দের বন্যা বইছে। শিশু বৃদ্ধরা সকলেই উংসব মুখর পরিবেশে আনন্দো উদযাপন করছে। তিনি তার বক্তব্যে বলেন তিনি মেম্বর হলেও কি আর না হলেও কি তিনি সকল সময় সাধারন মানুষের পাশে থাকবেন।
পরিশেষে সকলের দোয়া চেয়ে সকল ওয়ার্ড বাঁশীর মোঙ্গর কামনা করেন।
Leave a Reply