সুনামগঞ্জ প্রতিনিধি : করোনা ও বন্যার কারণে দীর্ঘ ৯ মাস পর সুনামগঞ্জের তেঘরিয়া এলাকায় আবারো আজ থেকে মরমী কবি হাসন রাজা মিউজিয়াম পুনরায় চালু হয়েছে। আজ বিকেলে মরমী কবি ও দার্শনিক হাছন রাজার ১৬৬ তম জন্মদিন উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে হাছন রাজা মিউজয়াম কমিটি। আলোচনা সভায় হাছন রাজার প্রপৌত্র মরমী কবি হাসন রাজা মিউজিয়ামের চেয়ারম্যান সামারীন দেওয়ানের সভা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডঃ মাহফুজুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো মিজানূর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ড মাহফুজুর রহমান হাছন রাজার সৃষ্টি ও কর্মকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামীতে হাছন রাজার ১৬৭ তম জন্মদিন ব্যাপকভাবে পালনের ঘোষনা দেন। তিনি বলেন হাছন রাজার মতো মরমী কবিগন মানুষের হৃদয়ে হাজার বছর বেচে থাকবেন তার গানের মাধ্যমে। বৃহত্তর সিলেটবাসী নয় সারা বাংলাদেশের গৌরব হাছন রাজা। হাছন রাজার স্মৃতিচিহ্ন ভালো ভাবে সংরক্ষন করতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় এটিএন বাংলার চীফ প্রডিউসার জি এম তসলিম, হাছন রাজার প্রপৌত্র সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, দেওয়ান গনিউল সালাদীন, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি পংকজ দে সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। হাসন রাজা ১৮৫৪ সালে সুনামগঞ্জ জেলা শহরের তেঘরিয়াতে জন্ম গ্রহণ করেন। আলোচনা সভাশেষে স্থানীয় শিল্পীর হাছন রাজার গান পরিবেশন করেন।
Leave a Reply